Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ডেঙ্গু বিরোধী প্রচারণা
বিস্তারিত

সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ঝিকরগাছা উপজেলা প্রশাসন নানামুখি কার্যক্রম গ্রহন করেছে। তারই অংশ হিসেবে আজ ১লা আগস্ট ঝিকরগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বাঁকড়া বাজার পরিদর্শন পরিদর্শন করেন। পরিদর্শন কালে  তিনি বাঁকড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবঙ স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ ও রোগীদের খোঁজ খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেন। তিনি বাঁকড়া বাজারের পনি নিষ্কাশন ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে তিনি বাঁকড়া হাট চান্দিতে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের উদ্দেশে একটি পথসভায় বক্তব্য রাখেন। উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিছার, বাজার কমিটির সভাপতি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। সভায় উপস্থিত জনগণের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসা  বলেন 'ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।' তিনি বাঁকড়া বাজারের ড্রেন ও তৎসংলগ্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করে ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন। বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখাপড়ার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া শিক্ষার্থীদের নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। পরিশেষে বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার এলাকা পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ দেন। স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিকতায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞত প্রকাশ করেন।
 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/08/2019
আর্কাইভ তারিখ
30/08/2019